আবদুর রহিম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামছুল আলম রিপুলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কামাল উদ্দিন এবং শাপলা ডগি স্পোর্টিং ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি সজিব উদ্দিন শাকিব, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টিপু, ক্লাবের সদস্য মোহাম্মদ হুমায়ুন, একু বিসনের প্রতিনিধি নুর ইসলাম নিরবসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের টিম ম্যানেজাররা উপস্থিত থেকে ড্র কার্যক্রমে অংশ নেন। ড্র শেষে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ আগামী শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় খেলার উদ্বোধন হবে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড, কলেজ গেটের দক্ষিণ পাশে রবিন টাওয়ার মাঠে।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়াপ্রেমী ক্যাপ্টেন শেখ মাসুদ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত