ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালী–৫ আসনে ১১ জন বৈধ প্রার্থী বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার আভাস আসন্ন সংসদ নির্বাচনে

শাহাদাত হোসেন-
জানুয়ারি ৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী–৫ আসনে নির্বাচন কমিশনের যাচাই,বাছাই শেষে মোট ১১ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শের প্রতিনিধিত্বকারী প্রার্থীদের অংশগ্রহণে এ আসনের নির্বাচন প্রতিযোগিতামূলক ও বহুমাত্রিক রূপ ধারণ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে ইসলামী দল, জাতীয় দল, বামপন্থী দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ফলে ভোটারদের সামনে একাধিক রাজনৈতিক বিকল্প উন্মুক্ত হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু নাছের, খেলাফত মজলিসের আলী আহমদ, জাতীয় পার্টির খাজা তানভীর আহাম্মদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে তৌহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মুন তাহার বেগম, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আনিছুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা, জনতার দলের মো. শওকত হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসনা জসীম উদ্দীন মওদুদ।

নোয়াখালী–৫ আসনে আদর্শিক বৈচিত্র্যের কারণে এবারের নির্বাচন ভিন্ন মাত্রা পাচ্ছে। নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, সুশাসন, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে নোয়াখালী–৫ আসনের নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্বাচনে পরিণত হতে যাচ্ছে। ভোটারদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে এ আসনে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: