নোয়াখালী পৌরসভার দত্তবাড়ি এলাকায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে দত্তবাড়ি মোড় এলাকায় এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স নীড় এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন, অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন করতে দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

