শাহাদাত হোসেন
নোয়াখালীর খবর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীতে নির্ধারিত স্থানে শোক বইতে স্বাক্ষরকালে তিনি দলের চেয়ারপারসনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার অবদান স্মরণ করেন।
শোক বইয়ে লিখিত বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম উল্লেখ করেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। তার আপসহীন নেতৃত্ব, সাহস ও দেশপ্রেম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
এছাড়াও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ফখরুল ইসলাম বলেন,
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ও সংগ্রাম দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত