ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের মাইক্রোবাসে ডাকাতি

কোম্পানিগন্জ প্রতিনিধি..
ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস ডাকাতির শিকার হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে রওনা হওয়া মাইক্রোবাসটি কাচপুর এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের মুখে জোরপূর্বক যানটি থামায়। পরে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলটি।
ডাকাতির শিকার নেতাকর্মীদের মধ্যে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বসুরহাট পৌর বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগির, বিএনপি নেতা নুরুল আমিন বাবুসহ আরও কয়েকজন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। স্থানীয় লোকজনের সহায়তায় ভুক্তভোগীরা পরে নিরাপদ স্থানে সরে যান।
এ বিষয়ে যুবদল নেতা তৌফিকুল ইসলাম তারেক বলেন,
“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনা নতুন নয়। তবে খালেদা জিয়ার জানাজার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সড়কে নিরাপত্তা জোরদার করা জরুরি।”
নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বলেন,
“ঘটনাটি আমরা জেনেছি। এর আগেও একই সড়কে অনুরূপ ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক। আমরা পুলিশের টহল বৃদ্ধি ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেন,
“আমাদের নেত্রীর জানাজায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। এটি সড়কে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে। দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: