শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং নোয়াখালী সদরের দুটি ইউনিয়ন) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এ নির্বাচনে সকল রাজনৈতিক দল ও মতের প্রার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সমানভাবে নির্বাচনী প্রচারণার সুযোগ সৃষ্টি করবে,এমন প্রত্যাশা তার রয়েছে।
নোয়াখালী-৫ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করছেন। একই সঙ্গে তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ বলেন, নোয়াখালী-৫ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৫ আসনে মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে।

