শাহাদাত হোসেন
নোয়াখালী খবর:
নোয়াখালী-৫
(কোম্পানীগঞ্জ,কবিরহাট এবং অশ্বদিয়া ও নেয়াজপুর) সংসদীয় আসনে
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব মাসুদুর রহমানের কার্যালয়ে প্রথম দফায় মনোনয়নপত্র জমা দেন।
এরপর বেলা সাড়ে ১১টায় কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচি নির্ধারিত ছিল।
এ সময় প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তরুণ,বৃদ্ধ সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সহায় হোন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত