শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও নোয়াখালী সদর আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন জমা শেষে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ বলেন, জনগণের অধিকার রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতেই তার এই নির্বাচনমুখী পদক্ষেপ।
এ সময় জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত