শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর:
নোয়াখালী-৫ (২৭২) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী হিসেবে কামাল উদ্দিন পাটোয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) তিনি কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর নেতা হেলাল উদ্দিনসহ কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী-৫ আসনে জেএসডির প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন। দলীয় ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নোয়াখালী-৫ আসনে নির্বাচনী কার্যক্রমে জেএসডির অংশগ্রহণ আরও দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট নেতারা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত