শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং অশ্বদিয়া ও নেয়াজপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ বেলায়েত হোসেন।
ফেসবুক পোস্টে তিনি আল্লাহ তায়ালার ওপর পূর্ণ ভরসা রেখে এ সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করেন। একই সঙ্গে নোয়াখালী-৫ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অধ্যক্ষ বেলায়েত হোসেনের মনোনয়নপত্র সংগ্রহের খবরে নোয়াখালী-৫ আসনের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও গতিশীল ও বহুমাত্রিক রূপ নিতে পারে।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশারফ হোসাইন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

