কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক প্রবাসী ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আবদুল হামিদের বাড়ির জমিদার মঞ্জিল এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমেরিকান প্রবাসী ও সাবেক ইউপি সদস্য আবদুর রহিম জানান, তিনি ও তার চার ভাই পরিবারসহ দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরলে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তাকে জিম্মি করে রেখে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারিতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং কিছু ডলার লুট করে নিয়ে যায়।
ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

