শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ও হাসিনা বিরোধী আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলায় আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বিষয়টিকে কেন্দ্র করে নোয়াখালী-৫ আসনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, বিগত আন্দোলন,সংগ্রামে মোহাম্মদ ফখরুল ইসলাম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তারা আরও বলেন, বিভিন্ন আন্দোলনে আর্থিক সহযোগিতা প্রদানসহ মামলা,হামলার শিকার নেতাকর্মীদের পাশে তিনি ধারাবাহিকভাবে দাঁড়িয়েছেন। এমন একজন নেতাকে জুলাই গণহত্যা মামলায় জড়ানোকে তারা ষড়যন্ত্রমূলক ও গায়েবি মামলা বলে আখ্যায়িত করছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একাধিক পোস্টে নেতাকর্মীরা লিখেছেন,রাজনৈতিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই মামলা দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
তাদের ভাষ্য অনুযায়ী, নোয়াখালী-৫ আসনে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিএনপির স্থানীয় একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে বলেন, কোনো ষড়যন্ত্রই মোহাম্মদ ফখরুল ইসলামকে দমিয়ে রাখতে পারবে না।
তারা এই মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে।
নেতাকর্মীদের মতে, এই মামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়,বরং নোয়াখালী-৫ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করার অপচেষ্টা। তারা ঐক্যবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত