শাহাদাত হোসেন -
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি মহিলা দল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বসুরহাটের মেট্রো টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে বসুরহাট জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বসুরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মোহাম্মদ ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নিয়েছে।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেত্রীরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
বিএনপি মহিলা দলের নেত্রীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভ ও সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি মহিলা দলের নেত্রীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত