শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলাকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নং-৫৮(৯)) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলাসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মোহাম্মদ ফখরুল ইসলামকে ৩০০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মো. আলমগীর সেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহত হন।
এছাড়া আদালত সূত্র আরও জানায়, চলতি বছরের ৩ আগস্ট দায়ের করা সিআর মামলা নং-৯৩৫/২৫ আদালতের নির্দেশে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। এ মামলাকে কেন্দ্র করেই কোম্পানীগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম বলেন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার কারণেই ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,ধানের শীষের প্রার্থী হওয়ায় ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। বিএনপি সবসময় নোয়াখালী-৫ আসনের নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং থাকবে।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন,আজ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য আবু তোয়াহা প্রমুখ।

