ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

হাতিয়া প্রতিনিধি.
ডিসেম্বর ২৩, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলাকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে বসুরহাট বাজারের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নং-৫৮(৯)) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামলাসহ মোট ৩০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মোহাম্মদ ফখরুল ইসলামকে ৩০০ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মো. আলমগীর সেখ নামের এক ব্যক্তি গুলিতে নিহত হন।

এছাড়া আদালত সূত্র আরও জানায়, চলতি বছরের ৩ আগস্ট দায়ের করা সিআর মামলা নং-৯৩৫/২৫ আদালতের নির্দেশে এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। এ মামলাকে কেন্দ্র করেই কোম্পানীগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম বলেন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করার কারণেই ফখরুল ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,ধানের শীষের প্রার্থী হওয়ায় ফখরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। বিএনপি সবসময় নোয়াখালী-৫ আসনের নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং থাকবে।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন,আজ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, একরামুল হক মিলন মেম্বার, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য আবু তোয়াহা প্রমুখ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: