ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আমির হোসেন ও সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর)বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোঃ মিজানুর রহমান। অধিকাংশ পদে একক প্রার্থী থাকায় অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমির হোসেন, এবং সাধারণ সম্পাদক পদে চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন,মোঃ ওমর ফারুক (সিরাজপুর উচ্চ বিদ্যালয়), মোঃ কামাল উদ্দিন (মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়), ব্রজলাল বৈষ্ণব (যোগিদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ রফিক উল্যাহ (সিরাজপুর প্রগ্রেসিভ সায়েন্স একাডেমী), মোঃ আজহারুল ইসলাম (যোগিদিয়া উচ্চ বিদ্যালয়), মোঃ খালেদ ছায়েফ উল্যাহ (বামনী উচ্চ বিদ্যালয়) ও মোঃ আনোয়ারুল হক (চরফকিরা উচ্চ বিদ্যালয়)।

যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন (মুক্তিযোদ্ধা শহীদ কামাল উচ্চ বিদ্যালয়) এবং আমির হোসেন (হাজারীহাট উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সোহরাব হোসেন (মানিকপুর উচ্চ বিদ্যালয়), অর্থ সম্পাদক আবদুস ছত্তার (পেশকার হাট উচ্চ বিদ্যালয়), দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল খায়ের (বামনী উচ্চ বিদ্যালয়), আইন সম্পাদক মোঃ রহমত উল্যাহ (চরএলাহি উচ্চ বিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রদ্যুৎ চন্দ্র কর্মকার (চরপার্বতী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়), সমাজকল্যাণ সম্পাদক আবু নাছের, এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক হোসেন (শাহজাদপুর উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

মহিলা সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদাউস (আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসাইন (শান্তিরহাট মওদুদ আহম্মেদ উচ্চ বিদ্যালয়), সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক ফেরদাউস হায়দার চৌধুরী (বসুরহাট একাডেমি) এবং সহ-দপ্তর সম্পাদক আশরাফ উল্যাহ (সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: