ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

শহীদ মিনারের বেহাল দশা নিয়ে প্রশ্নের মুখে মাকছুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-

শাহাদাত হোসেন-
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানিগন্জ-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একমাত্র সরকারি বালিকা শিক্ষা প্রতিষ্ঠান মাকছুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের বর্তমান অবস্থা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। মিনারের রং খসে পড়া, নকশার অসামঞ্জস্যতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার কেবল একটি স্থাপনা নয়; এটি ভাষা আন্দোলন ও জাতীয় চেতনার প্রতীক। অথচ উপজেলার একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়ে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনার এই বেহাল দশা বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটির দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলছে।
একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ হলেও শহীদ মিনারের সংস্কার বা সৌন্দর্যবর্ধনের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যেও ক্ষোভ লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়,
“১৬ ডিসেম্বর ও ২১ ফেব্রুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে আমরা এখানে ফুল দিতে লজ্জা পাই। শহীদ মিনারের অবস্থা মোটেও ভালো না।”
সচেতন মহলের মতে, ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে জাগ্রত রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ করে একটি সরকারি বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারের এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত শহীদ মিনারটি সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: