সেনবাগ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযুক্ত করা যাবে) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ছিলোনীয়া বাজারের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার শুক্রবার সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত কুতুব উদ্দিন পাটোয়ারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অর্জুনতলা ইউনিয়ন শাখার সভাপতি।
তিনি আরও জানান, কুতুব উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত