কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
চরএলাহী ইউনিয়নের গাংচিল ৮নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে মোঃ ওসমান (২৩) এবং একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ আরমান (২১)। তারা দুজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দু’জনকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত