নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ হয়ে মোরশেদ আলম ওরফে শিব্বির (৪৭) নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ আলম বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন এবং সেখানে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে দলীয় নেতারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে ইসলামপুর বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের একপর্যায়ে মোরশেদ আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বদলকোট ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন বলেন, “মোরশেদ আলম কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। শিগগিরই তাঁর আবার প্রবাসে যাওয়ার কথা ছিল। দুঃসময়ে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মোন্নাফ বলেন, “ঘটনাটি পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে।”

