শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর-
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও বসুরহাট পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতারা মহান বিজয় দিবসে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী-৫ আসনের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিমও মহান বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা খেলাঘর আসর, উদীচী, ব্যঞ্জনা খেলাঘর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বলেন, বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস—যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই বীর শহীদদের প্রতি এ দিনে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত