এম.এ রহিম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আল আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চরহাজারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত আল আনফাল ফাউন্ডেশনের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
র্যালি শেষে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শাহজাহান, আল আনফাল ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহ-সভাপতি শাহ আলম সেলিম ও কার্যনির্বাহী সদস্য নুরুদ্দিন সজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি আশফাকুর রহমান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম জাগ্রত করা এবং একটি ঐক্যবদ্ধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান।

