কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো:আলী
ওরুপে আলী মাস্টার (৪৫)। তিনি উপজেলার রামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রামপুর ইউনিয়নের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আলী মাস্টার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তবে সোমবার রাতে তার নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় মিছিল ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট শক্তিকে দমনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যা থেকে দেশব্যাপী ‘অপারেশন’ পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে আলী মাস্টারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত