ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

১৪ ডিসেম্বরের শহীদদের স্মরণে কোম্পানীগঞ্জে ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ

কোম্পানিগন্জ প্রতিনিধি..
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি রায়ের প্রতিবাদে নিহত ইসলামী ছাত্রশিবিরের ৭ শহীদের স্মরণে এক ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র ও যুবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি স্থানীয় ছাত্র ও যুব নেতৃবৃন্দের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সালমান ফারাসী সাথী এবং হামদ পরিবেশন করে আল-আমিন শিল্প গোষ্ঠী।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শহীদ পরিবারের একজন সদস্য। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আব্দুর রাজ্জাক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন এবং কোম্পানীগঞ্জে শহীদ হওয়া ৭ জন ইসলামী ছাত্রশিবির কর্মীর রক্তাক্ত ইতিহাস স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চূড়ান্ত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইন।

বক্তারা বলেন, “১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক বেদনাবিধুর দিন। এ দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ছাত্র ও যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তাঁরা আরও বলেন, দেশে নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আল্লাহভীরু ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইহসাক খন্দকার, নোয়াখালী শহর জামায়াতের সভাপতি হাবিবুর রহমান আরমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় উপ-সম্পাদক আবু সায়েদ সুমন, বসুরহাট পৌরসভার আমীর মাওলানা মোশারফ হোসাইন, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আলমারি মুহাম্মদ ইউসুফ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কোম্পানীগঞ্জে শহীদ হওয়া ইসলামী ছাত্রশিবিরের ৭ জনসহ সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: