শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী-৫ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলামের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকদের সৌজন্যে চা-চক্রের আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। কোম্পানীগঞ্জের গণমাধ্যম কর্মীরা সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এইচ.এ.এম. মান্নান মুন্না, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার (বাসাপ) সভাপতি সাংবাদিক মোহাম্মদ উল্যা মিরাজ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এমরান, সঞ্চয়, মজনু, খোকন, এম এ রহিম, হিমেল, টিপু, পলাশ, খসরু, শাহীন, নূর নবী, ইমাম হোসেন, রাশেদ, নাছের, রুবেল, রানা, আরমান ও শাকিলসহ আরও অনেকে।
চা-চক্রে সাংবাদিক ইকবাল হোসেন মজনু কোম্পানীগঞ্জে সাংবাদিক সমাজের জন্য একটি স্থায়ী প্রেসক্লাব ভবন নির্মাণের দাবি উত্থাপন করেন। জবাবে ফখরুল ইসলাম আশ্বাস দিয়ে বলেন,
“ইনশাআল্লাহ, আমি যদি এমপি নির্বাচিত হই, কোম্পানীগঞ্জের সাংবাদিকদের জন্য একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করবো।”
অনুষ্ঠানে সাংবাদিকরা মুক্ত পরিবেশে মতবিনিময় করেন এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত সমস্যা, সম্ভাবনা, স্বচ্ছতা ও উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

