হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী, কবিরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটের ৫৫০ খতিব, ইমাম ও মাদ্রাসাশিক্ষককে উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালেই কবিরহাট পৌরসভার শিরিন গার্ডেন মিলনায়তনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম এসব উপহার বিতরণ করেন। তিনি বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম ও উলামাদের সম্মান করেছেন। আমাদের নেতা তারেক রহমানও আলেমদের সম্মান করেন। তাই এই উপহার বিতরণ করা হয়েছে।”
এ সময় ফখরুল ইসলাম আরও বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেক আলেমের কাছে তার সুস্থতা ও দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগের জন্য দোয়া চেয়েছি।” অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
প্রত্যেক প্যাকেটে জায়নামাজ, পাঞ্জাবির কাপড় ও লুঙ্গি রাখা ছিল। উল্লেখ্য, এর আগে কোম্পানীগঞ্জেও ৫০০ ইমাম-শিক্ষককে একই ধরনের উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত