হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়ানোর মাধ্যমে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একই স্থানে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাউসারী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি একটি জাতীয় ব্যাধি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই এই ব্যাধি মোকাবিলা করা সম্ভব।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।

