এম.এস.আরমান-
নোয়াখালীর খবর-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৪ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নার সঞ্চালনায় এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অর্থনেতিক ভাবে সাফল্য অর্জনকারী উপজেলার রামুপুর ইউনিয়নের ফারজানা হোসেন, সফল জননী নারী হিসেবে চরফকিরা ইউনিয়নের মোছেনা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরহাজারী ইউনিয়নের কামরুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা চরকাঁকড়া ইউনিয়নের দেল আফরোজ বেগমকে উপজেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস ও সনদ প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ নূরুল হাকিম,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন,চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী মোহাম্মদ হানিফ আনসারী,মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন মুক্তা প্রমূখ।

