বেগমগঞ্জ প্রতিনিধি | নোয়াখালীর খবর
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারানো একটি সিএনজি যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কা দিলে ধন রঞ্জন দে (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধন রঞ্জন দে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জন দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি মাইজদীর উদ্দেশে রওনা দেয়। একলাশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি বাস হঠাৎ ব্রেক করলে পেছন থেকে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির পাঁচ আরোহীই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ধন রঞ্জন দেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিএনজিটি জব্দ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

