কোম্পানীগঞ্জ প্রতিনিধি- নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৯ জন ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ করা হয়েছে ৭টি বালুবাহী ট্রাক।
সোমবার দুপুরে চরএলাহী ঘাটমুখী বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব ড্রাইভার ও অ্যাসিস্ট্যান্টকে আটক করেন কোম্পানীগঞ্জ উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন,
“অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। পরিবেশ ও সড়ক নিরাপত্তা রক্ষায় এসব তদারকি আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় পরিবেশ সুরক্ষা আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত