কোম্পানীগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
“স্বপ্ন হোক শুরু নতুন আঙ্গিকে”—এ স্লোগানকে ধারণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় মাতৃছায়া ট্রেড-এর সফলতার ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে বসুরহাট বাইপাস সড়কের করালিয়া অংশে অবস্থিত নাছের টাওয়ারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাতৃছায়া ট্রেডার্স, মাতৃছায়া বুটিক হাউজ ও মাতৃছায়া ট্রান্সপোর্ট-এর চেয়ারম্যান হাসান আল মাহমুদ সুমন।
অনুষ্ঠানে গত এক দশকের ব্যবসায়িক অগ্রযাত্রা, অর্জিত সাফল্য, ভবিষ্যৎ লক্ষ্য এবং গ্রাহক সেবার মান বাড়ানোর পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, স্থানীয়ভাবে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি পণ্যের মান, সেবা এবং ব্যবসায়িক স্বচ্ছতার মাধ্যমে ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
১০ম বর্ষপূর্তিতে উদ্যোক্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
মাতৃছায়া ট্রেডার্স
নাছের টাওয়ার, বাইপাস সড়ক,করালিয়া,বসুরহাট।

— সকল প্রকার রড, সিমেন্ট ও নির্মাণ সামগ্রী বিক্রয়।
মাতৃছায়া বুটিক-
আরডি শপিং মল,জিরো পয়েন্ট,বসুরহাট।

— সকল ধরনের শাড়ি, থ্রিপিস, বেবি ক্লথ ও কসমেটিকস বিক্রয়।

মাতৃছায়া ট্রান্সপোর্ট-
বাইপাস সড়ক,করালিয়া,বসুরহাট।
— সারা বাংলাদেশে সিমেন্ট, পাথর, রডসহ সকল ধরনের নির্মাণ সামগ্রী পরিবহনের বিশ্বস্ত ক্যারিং কন্ট্রাক্টর ও কমিশন এজেন্ট প্রতিষ্ঠান
প্রতিষ্ঠাবার্ষিকীর সফল আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত