কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মাসুদুর রহমান।
প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসদু’টি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য আলোকসজ্জা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভাপতি মোঃ মাসুদুর রহমান বলেন,
“শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দুই দিবসকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে উদ্যাপনে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
আয়োজনে: উপজেলা প্রশাসন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত