সোনাইমুড়ী প্রতিনিধি-
নোয়াকালীর খবর-
নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. বিজয় (২১) এর কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মাহমুদুল হাসান (২২) নামে আরও এক মোটরসাইকেল আরোহীর পা ভেঙ্গে যায়।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিজয় দেওটি ইউনিয়নের বাসিন্দা, আর হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, প্রাথমিক চিকিৎসার পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিজয়কে ঢাকায় রেফার করা হয়।
নোয়াখালীর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, বিজয়ের ডান হাত কাঁধ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আহত আরেকজন হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক চালক ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত