ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

নোবিপ্রবি প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাংলা বাজার হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচিটি সম্পন্ন হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে মোট ৮২০ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। তাদের মধ্যে ৬০ জন নারী শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথন দৌড়ে বিজিই বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক প্রথম স্থান অর্জন করেন। কর্মসূচিতে মোট ৩০ জনকে পদক প্রদান করা হয়।

একজন অংশগ্রহণকারী নারী শিক্ষার্থী বলেন,
“নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস কখনো দেখিনি। আজ একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে খুব ভালো লেগেছে। আপুদের সঙ্গে প্রতিযোগিতা করে মেডেল পাওয়াটা আরও বিশেষ অনুভূতি।”

প্রথম হওয়া জাহেদুল হক বলেন,
“‘রান ফর ইউনিটি উইথ শিবির’ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। পরিচিত সবার সঙ্গে একই পরিবেশে অংশ নিতে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন,
“একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদনমূলক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইতিবাচক বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য। দিনের শুরুটা হোক কর্মে—এই বার্তাই আমরা দিতে চাই। যুবসমাজকে সাংস্কৃতিক আগ্রাসন থেকে দূরে রেখে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করাই আমাদের উদ্দেশ্য।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: