হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী, সদস্য, কর্মী ও সংগঠকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘ইউনিটি এইড’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ ডিসেম্বর, শনিবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল (কেজি) প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল (ভিডিও কলে) উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ তথা নোয়াখালীর গর্বিত সন্তান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সাবেক চেয়ারম্যান ও ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্ট, মানারাতসহ বিভিন্ন আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানের রূপকার এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক আবু নাছের মোঃ আব্দুজ জাহের।
এছাড়া উপস্থিত ছিলেন—
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও নোয়াখালী-৫ আসনের (দাড়িপাল্লা মার্কা) এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন,
উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,
বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন,
এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আশা প্রকাশ করেন, দাড়িপাল্লার বিজয়, দিকনির্দেশনামূলক আলোচনা এবং সংগঠনের কার্যক্রম আরও জোরদারে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে আল আমিন শিল্প গোষ্ঠী পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত