নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের’ উদ্বোধন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজার মাঠে ইকোভিশন ও মাষ্টার ওয়াজি উল্ল্যাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মাদ্রাসা রোড় স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপরাশিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি ফয়েজ উল্লাহ, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চাপরাশিরহাট বণিক সমবায় সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী মাজাহারুল ইসলাম রাসেল ও ক্রীড়ানুরাগী আবদুর রহমান রাজন।
বক্তারা বলেন,
“যখন বর্তমান যুবসমাজ সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, তখন তাদের খেলার মাঠে ফিরিয়ে আনা একটি প্রশংসনীয় উদ্যোগ। খেলাধুলা চারিত্রিক শক্তি গঠন করে এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠা করে। এই সাংস্কৃতিক শক্তিকে কাজে লাগিয়েই তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।”
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা আরও বলেন,
“খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক পরিবর্তনের শক্তি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি আমাদের সংস্কৃতি রয়েছে—এই সংস্কৃতির মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের বার্তা ছড়িয়ে যায়।”
এবারের রোহান দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মদিনা বাজার যুবসমাজ ও মানিকপুর ক্রীড়া চক্র। ম্যাচে মদিনা বাজার যুবসমাজ জয়লাভ করে।

