নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশেই নয়— সারা বিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন এবং ডাক্তার পাঠাচ্ছেন। বর্তমান সরকার তাকে যে সম্মান ও দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছে, তা দেখে তারা অভিভূত। এজন্য সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন,
“দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে— ভোটের জন্য ঘরে ঘরে যেতে হবে। এবারের নির্বাচন আগের মতো নয়; এটি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই। একটি মহল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে— এটি গভীর ষড়যন্ত্র। উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রভাবিত করা।”
তিনি অভিযোগ করে বলেন, এলাকায় হাঁটলেই ধানের শীষের জনপ্রিয়তা বোঝা যায়। কিন্তু একটি পক্ষ মা-বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ডের কপি নিচ্ছে, যা একটি পরিকল্পিত নীলনকশার অংশ। নির্বাচন কমিশনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু,
বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি,
লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন,
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
গণমিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালান এ্যানি।

