নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর খবর-
'সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা' পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেল, মাঠ সংযুক্তি ভাতা, এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালী এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)-এর কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের দাবি—
‘সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।
বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন নিশ্চিত করতে হবে।
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
এটিআই শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল হান্নান হৃদয় বলেন, “সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই আমরা আট দফা দাবি চূড়ান্ত করে বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছি। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেও কোনো নোটিশ না পেয়ে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’–এর ব্যানারে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। নোয়াখালী এটিআই-এর শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।”
কর্মসূচিতে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ৮ম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, সাবেক ক্যাম্পাস ভিপি রায়হান খান, শিক্ষার্থী রিয়াদ হোসেন, বর্তমান ক্যাম্পাস ভিপি ফয়সাল মাহমুদ শুভ, শিক্ষার্থী নওরিন হাসানসহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত