গুলবাহার ও মালতী পুরো ছাই, গন্ধরাজও ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী তিনটি বিআরটিসি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া বাসগুলোর নাম গুলবাহার, গন্ধরাজ ও মালতী। এর মধ্যে গুলবাহার ও মালতী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে, আর গন্ধরাজ বাসটিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে আনুমানিক মধ্যরাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সৌভাগ্যবশত বাসগুলোতে কোনো শিক্ষার্থী বা চালক-সহকারী ছিলেন না, ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় নোবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী এটিকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা অচল করার উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে বিকল্প পরিবহনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে পরপর তিনটি বাসে অগ্নিকাণ্ড নোবিপ্রবি ক্যাম্পাসসহ আশপাশ এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত