চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর চাটখিলে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি ও কৃপাণের কোপে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে। হামলায় বাধা দিতে এগিয়ে আসা দু’জন সাক্ষীকেও বিবাদীরা পিটিয়ে জখম করেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ১ নম্বর বিবাদী বাদীর বুকে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন। এসময় ৩ নম্বর বিবাদী ধারালো কৃপাণ (বা কিরিচ) দিয়ে বাদীর বাম উরুতে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করেন। পাশাপাশি অন্যান্য বিবাদীরা লোহার রড ও পাইপ দিয়ে বাদীকে বেদম মারধর করে।
বাদীকে রক্ষা করতে এগিয়ে এলে ১ ও ২ নম্বর সাক্ষীকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে জানতে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

