হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার ও পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব টি. এম. মোশাররফ হোসেন আজ (মঙ্গলবার) প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা পরিবেশ, একাডেমিক অগ্রগতি, অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর, নিয়মানুবর্তিতাপূর্ণ ও আধুনিক শিক্ষা পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন—
জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অ্যাডজুডেন্ট, পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ;
জনাব মোঃ লিয়াকত আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী;
জনাব এ বি এম আব্দুল আলীম, অধ্যক্ষ, পুলিশ কে.জি স্কুল এন্ড কলেজ;
এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরিদর্শনে পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত