ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে ‘তিন বিয়ে’ করায় প্রথম স্ত্রীর বাড়িতে শিকলবন্দী যুবক

হাতিয়া প্রতিনিধি.
ডিসেম্বর ২, ২০২৫ ৩:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর খবর-

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে তিনটি বিয়ে করার অভিযোগে এক যুবককে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রথম স্ত্রীর পরিবার জানায়, প্রায় দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়েতে এক ভরি সোনা, এক লাখ টাকা ও আসবাবপত্র যৌতুক দেওয়া হয়েছিল। তবে বিয়ের ছয় মাস না যেতেই স্বামী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।

প্রথম স্ত্রী গণমাধ্যমকে জানান, “তিন বছর হলো আমার বিয়ে। দুই বছর ধরে আমি বাবার বাড়িতে থাকি। স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। তাই কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।”

অন্যদিকে শিকলবন্দী স্বামী দাবি করেন, তিন বছরের দাম্পত্য জীবনে তাদের সন্তান হয়নি বলে দাম্পত্য কলহ চলছিল। কিছুদিন আগে তিনি আরেকটি বিয়ে করেছেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করে পায়ে শিকল দিয়ে বন্দী করে রাখে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, “অভিযোগ দিয়েছে কি না—দেখে বলতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখছে।”

জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম জানান, “ঘটনাটি লোকমুখে শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: