নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালী–৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড দাসেরহাট এলাকায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক আলম, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক অরুপ মজুমদার, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রাহাদ এবং চরপার্বতী শিব (সিব) মন্দিরের সভাপতি জুগিস মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানিয়েছেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে এবং আগামী দিনগুলোতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত