কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
সোমবার (২ ডিসেম্বর) থেকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়, যা চলবে আগামী ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, “অনেক দিন ধরে আমরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।”
তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল স্লোগান—
“ছেলে হোক মেয়ে হোক, দু’টি সন্তানই যথেষ্ট”—পালনের জন্য মাঠ পর্যায়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিজস্ব কাঠামোতে ন্যায্য পদোন্নতি, নিয়োগবিধি ও সুবিধাদি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এতে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
কর্মসূচিতে কোম্পানীগঞ্জ উপজেলার সকল FWV, FPI ও FWA অংশগ্রহণ করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, দাবি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করা হচ্ছে।

