হিমেল আহাম্মেদ:
নোয়াখালীর খবর-
নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেন। আজ নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে।”
এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা জেলার চলমান নিরাপত্তাব্যবস্থা, চ্যালেঞ্জ, অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দ্রুত তথ্য সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং ভবিষ্যতে আরও উন্মুক্ত ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা সাংবাদিকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

