হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
চট্টগ্রামের হেডেন সিটি, অলংকার মোড়ে সানসিটি রেস্টুরেন্টে কোম্পানীগঞ্জ উপজেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা, নোয়াখালীর সার্বিক উন্নয়ন এবং কোম্পানীগঞ্জের পুনর্জাগরণের লক্ষ্যে আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই।” তিনি প্রবাসী কোম্পানীগঞ্জবাসীর সহযোগিতা, সংহতি ও দাবি-দাওয়া বাস্তবায়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সমিতি-চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও কল্যাণমূলক কাজ করে আসছে। এ ধারাবাহিকতা আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রতিনিধি এবং চট্টগ্রামে বসবাসরত কোম্পানীগঞ্জবাসীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

