আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। দেশ ট্রাভেলসের মালিকানাধীন দলটি আগামী ৩০ ডিসেম্বরের নিলামের আগেই স্কোয়াড গঠনে ব্যস্ত সময় পার করছে। সরাসরি চুক্তির মাধ্যমে ইতোমধ্যে দুই দেশি ও দুই বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে দলটি।
বিপিএলের নিয়ম অনুযায়ী, নিলামের আগে প্রতিটি দল সর্বোচ্চ ২ জন দেশি ও ২ জন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস দেশি তারকা সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে নিয়েছে। বিদেশি কোটা থেকে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস এবং দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা জনসন চার্লসকে চুক্তিবদ্ধ করা হয়েছে।
প্রথমবার বিপিএলে খেলতে আসছেন কুশল মেন্ডিস। এর আগে তিনি এলপিএল, পিএসএল, আইপিএল ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগসহ বিভিন্ন বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।
অন্যদিকে, বিপিএলে বহুবার খেলে নিজের পরিচিতরূপে দাপট দেখানো জনসন চার্লস নোয়াখালী এক্সপ্রেসের সবচেয়ে বড় চুক্তি। বিপিএলে তিনি ৩৩ ইনিংসে ৩১ গড়ে ৯০৬ রান করেছেন, রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটেও সমান সফল। ৩৬ বছর বয়সী চার্লস এ পর্যন্ত সংগ্রহ করেছেন ৮১০১ টি-টোয়েন্টি রান, ৫৮ ওয়ানডেতে ১৫৩৭ রান এবং ৬৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬৮ রান। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ৪৬ বলে ১১৮ রানের ঝড়ো ইনিংসটি এখনও ক্রিকেটবিশ্বে আলোচিত।
নিলামের আগেই দারুণ শক্তিশালী স্কোয়াড গঠন করে বিপিএলের প্রথম আসরকে ঘিরে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত