নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর খবর-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-০৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব ফখরুল ইসলামকে সমর্থন জানিয়ে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ফখরুল ইসলাম, সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী-০৫। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক আহ্বায়ক, কবিরহাট উপজেলা বিএনপি
মোস্তাফিজুর রহমান মঞ্জু, আহ্বায়ক, কবিরহাট পৌরসভা বিএনপি
কামাল হোসেন, সাবেক সদস্য সচিব, কবিরহাট উপজেলা বিএনপি
বেলায়েত হোসেন খোকন, সদস্য সচিব, কবিরহাট পৌরসভা বিএনপি
জনাব গোলাম মমিত ফয়সাল, সাবেক সদস্য, নোয়াখালী জেলা বিএনপি

এছাড়া কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দিনবদলের প্রত্যাশায় ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে; জনগণ পরিবর্তন চায়।
উঠান বৈঠক শেষে স্থানীয়রা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলামের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত