আরমান হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সদর উপজেলায় পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর অভিমানে ফারহানা আক্তার মোহনা (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মোহনা বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের মো. ফরহাদের মেয়ে এবং বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে সে বিদ্যালয়ের শৌচাগারে আত্মহত্যা করেছে। তিনি বলেন, “পরীক্ষা চলাকালীন নকলসহ ধরা পড়েছিল। এ ঘটনার পর সে অভিমানে এটা করেছে বলে শুনেছি। তবে তদন্তে প্রকৃত কারণ জানা যাবে।”
বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভী জানান, মোহনা পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ে। এরপর তার উত্তরপত্র ফিরিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষে সে শৌচাগারের গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। অন্যান্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় বিদ্যালয়পাড়াসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত