মোঃ আরিফ হোসেন-
সদর উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নোয়াখালী জেলা শাখার আয়োজনে ধানের শীষের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর ২০২৫) রাতে জেলা আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু।
🔹 ক্ষমতায় টিকে থাকতে ইতিহাস বিকৃতি করছে আওয়ামী লীগ — বুলু
বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন,
“বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে গেলে অতীত ভুললে চলবে না। সত্য উন্মোচন করাই বিএনপির দায়িত্ব। ক্ষমতায় যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করা দল আওয়ামী লীগ যে কোনো সমঝোতা ও সমর্থন গ্রহণ করেছে। তারা ইতিহাস বিকৃত করে সুবিধামতো গল্প সাজাচ্ছে।”
তিনি আরও বলেন,
“আওয়ামী লীগ কখনোই ন্যায়-অন্যায়, গণতন্ত্র-স্বৈরশাসন এসব বিবেচনা করেনি। শুধু ক্ষমতা দখল ও ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণই ছিল তাদের লক্ষ্য। বিগত ১৭ বছর তারা বিএনপির ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। গণতন্ত্রের শেকড় উপড়ে ফেলেছে।”
🔹 বিএনপি জনগণের শেষ আশ্রয়স্থল
বরকত উল্লাহ বুলু বলেন,
“বিএনপি আজ শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। দলমত নির্বিশেষে মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনার আর কোনো শক্তি নেই।”
তিনি অভিযোগ করেন,
“বর্তমান সরকার সবকিছুতে ব্যর্থ। অর্থনীতি ধসে পড়েছে, ব্যাংক খাত লুট হয়ে যাচ্ছে, দুর্নীতি রাষ্ট্রীয় কাজের অংশে পরিণত হয়েছে। দেশে ন্যায়বিচারের পরিবেশ নেই এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ অপমানিত হচ্ছে। এই সংকট নিরসনে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন।”
🔹 অন্যান্য বক্তাদের বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নোয়াখালী জেলা শাখার সভাপতি এড. আবদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. রবিউল হাসান পলাশ।
সভায় আরও বক্তব্য রাখেন—
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো
সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. এবিএম জাকারিয়া
সদস্য এড. আবদুর রহিম
নোয়াখালী-৫ আসনের বিএনপির প্রার্থী ফখরুল ইসলাম
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান
জেলা বিএনপি নেতা আবু সালেহ মোহাম্মদ সবুজ
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত