নোয়াখালীর খবর-
কোম্পানীগঞ্জ থেকে বদলি হয়ে মৌলভীবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে যোগ দিচ্ছেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম সিনিয়র সহকারী হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে মৌলভীবাজার পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বদলি করা হয়েছে। সম্প্রতি জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই পদায়ন নিশ্চিত করা হয়।
প্রশাসনিক বিবেচনায় এবং নিয়মিত রদবদলের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে তানভীর ফরহাদ শামীম প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কার্যক্রমে তৎপরতা এবং জনসেবায় সক্রিয় ভূমিকার কারণে পরিচিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তিনি বিভিন্ন উন্নয়ন ও তদারকি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
নতুন দায়িত্বে মৌলভীবাজার পৌরসভায় যোগ দিয়ে তিনি পৌরসভার কার্যক্রম তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং নাগরিকসেবা আরও গতিশীল করার দায়িত্ব পালন করবেন। তার দায়িত্বের মধ্যে থাকবে,পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সড়ক-নির্মাণ ও রক্ষণাবেক্ষণ,পানি ও স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্যবিধি তদারকি, শিক্ষা খাতের কার্যক্রম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা আরও কার্যকর করা।

